
প্রকাশিত: Sat, Nov 11, 2023 11:40 PM আপডেট: Thu, Jul 3, 2025 8:12 AM
[১]গাজায় বেসামরিক মানুষ হত্যা বন্ধের আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট [২]হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে ২৫০ বার ইসরায়েলি বোমা হামলা
সাজ্জাদুল ইসলাম: [৩] ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় বোমা হামলা এবং শিশু-নারী-বয়স্কসহ বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এই ধরণের হামলার কোন যুক্তি নেই। সূত্র : আল জাজিরা, বিবিসি, আনাদোলু
[৪] ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, হামাসের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘স্পষ্টভাবে নিন্দা’ করছে ফ্রান্স। কিন্তু ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গাজায় ইসরায়েলের এই বোমা হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি আমরা।
[৫] যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনসহ অন্যান্য দেশের নেতারা তার এই যুদ্ধবিরতির আহ্বানে যোগ দিক, এটা তিনি চান কিনা জানতে চাইলে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন: ‘আমি আশা করি তারা (আমার আহ্বানের সঙ্গে) যোগ দেবে।’
[৬] গাজা পরিস্থিতি নিয়ে সৌদি আরব শনিবার রিয়াদে বিশেষ যৌথ আরব-ইসলামী সম্মেলনের আয়োজন করেছে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরবলীগের দুইটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, গাজার পরিস্থিতির কারণে এ যৌথ আরব-ইসলামী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
[৭] হোয়াইট হাউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওমানের সুলতান হিশাম বিন তারিক আল-সাঈদের সঙ্গে গাজায় মানবিক সহায়তার প্রবেশের সুযোগ দান এবং অসামরিক লোকদের রক্ষার বিষয়ে আলোচনা করেছেন।
[৮] বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজার হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও অ্যাম্বুলেন্সের ওপর অন্তত ২৫০ বার বোমা হামলা চালিয়েছে। তিনি বলেন, উপত্যকাটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
[৯] শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে, এখানে আমরা যে বৈঠক করছি; এই সময়েও গাজার আল শিফা এবং রানতিসি হাসপাতালের বাইরে গোলাগুলি চলছে। ফিলিস্তিনের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আক্ষরিক অর্থেই বন্দুক-ট্যাংকের নলের সামনে থাকা অবস্থায় আহতদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন।’
[১০] গাজার আশ-শিফা হাসপাতাল রক্ষায় দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে কাতার। হাসপাতালের ডাক্তার এবং রোগীরাও বলেছেন, হাসপাতালের পাশে অবিরাম বোমা হামলা ও বিস্ফোরণ ঘটনায় তারা ভীষণ ও আতংকের মধ্যে রয়েছেন। নতুন করে গণহত্যা চালানোর ইসরায়েলের সুস্পষ্ট উদ্দেশ্যের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রণায়। মন্ত্রণালয় বলেছে, হাসপাতাল কম্পেলেক্সটিকে হামলার টার্গেট করার প্রস্ততি হিসেবে চারপাশের এলাকাগুলোতে ও বহির্বিভাগের রোগীদের চিকিৎসা প্রদান স্থাপনায় বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
[১১] ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট প্রধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন যে, অসামরিক লোকজনকে গাজা উপত্যাকা থেকে জোরকরে উচ্ছেদ করতে সুপরিকল্পিতভাবে ইসরায়েলি বাহিনী হাসপাতালগুলোকে তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
[১২] অবিরাম ইসরায়েলি বোমা হামলার মধ্যে আশ-শিফা হাসপাতালের পরিচালক ডা: মুহাম্মাদ আবু সালমাইয়া শুক্রবার আল-জাজিরাকে বলেছেন, এ হাসপাতাল কমপ্লেক্সে তিনটি বিশেষাযিত স্থাপনা রয়েছে । সেগুলো হল, সার্জিক্যাল, ইন্টারনাল মেডিসিন, অবস্টেট্রিক্স ও গাইনাজোলজি । রোগীদের চিকিৎসার পাশাপাশি ইসরায়েলি হামলায় হাজার হাজার বাস্তচ্যুত ফিলিস্তিনি এ হাসপাতালের করিডোর ও আঙ্গিনায় আশ্রয় গ্রহণ করেছেন।
[১৩] গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইসরায়েলি হামলায় নিহত ১১০৮৭ মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু ও ৩ হাজার ২৭ জন নারী এবং ৬৭৮ জন বৃদ্ধ । ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন আরও ২৭ হাজার ৪৯০ জন ফিলিস্তিনি। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
